বিবিএন ডেস্ক: ছাতকে আলহাজ্ব আবুল হুসাইন রাশেদা খানম ওয়েল ফেয়ার ট্রাস্টের উদ্যোগে ১৮জন স্কুল পড়ুয়া ছাত্রের ফ্রি সুন্নতে খতনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ আগষ্ট) সকালে উপজেলার দোলারবাজার ইউনিয়নের জটি গ্রামের মায়া মঞ্জিলে এ ফ্রি সুন্নতে খতনার কার্যক্রম অনুষ্ঠিত হয়। ফ্রি খতনা কার্যক্রম পরিচালনা করেন, দক্ষিন খুরমা ইউনিয়নের মহব্বতপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার সিরাজুল ইসলাম। সহযোগিতা করেন, দোলারবাজারের ঔষধ ব্যবসায়ী ইব্রাহিম আলী। এর আগে মিলাদ ও দোয়া পরিচালনা করেন, জটি কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাহবুবুর রহমান। এসময় বীর মুক্তিযোদ্ধা আহমদ আলী, মুরব্বি তারেক আহমদ স্বপন, ফারুক আহমদ, আকবর আলী, তছদ্দর মিয়া, আলতাব আলী, ট্রাস্ট পরিচালক মাওলানা জিয়াউর রহমান, বদরুল ইসলাম ও হেলাল মাহমুদসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ট্রাস্টের প্রধান পরিচালক, মাওলানা জিয়াউর রহমান জানান, যুক্তরাজ্য প্রবাসী ইকবাল আহমদ, মঞ্জুর আহমদ, ফয়ছল আহমদ ও রোকশানা আক্তার নাসিমা এবং সৌদি প্রবাসী মাসুম হুসাইনসহ তারা ভাই-বোনরা মিলে পিতা-মাতার নামে ওয়েল ফেয়ার ট্রাস্ট গঠন করেছেন। এ ট্রাস্টের মাধ্যমে এলাকার অসহায় মানুষকে তারা বিভিন্ন ভাবে সাহায্য ও সহযোগিতা করে আসছেন। এর অংশ হিসেবে ১৮জন স্কুল পড়ুয়া গরিব অসহায় ছাত্রকে ফ্রি সুন্নতে খতনা করে চিকিৎসাপত্র দিয়েছেন।