• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

কাশিমপুর কারাগারে ১৪ দিনের কোয়ারেন্টিনে পরীমনি ও মৌ

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ১৩, ২০২১
কাশিমপুর কারাগারে ১৪ দিনের কোয়ারেন্টিনে পরীমনি ও মৌ

বিবিএন ডেস্ক:: পরীমনি ও মরিয়ম আক্তার মৌকে কাশিমপুর কেন্দ্রীয় নারী কারাগারে পাঠানো হয়েছে। সেখানে এই দু’জনকে রজনীগন্ধা ভবনে ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হবে। তারপর করোনা উপসর্গ না থাকলে সাধারণ বন্দীদের ভবনে পাঠানো হবে।
শুক্রবার (১৩ আগষ্ট) সন্ধ্যায় তারা একই প্রিজনভ্যানে করে আদালত থেকে গাজীপুরের কাশিমপুর কারাগারে পৌঁছান।

কাশিমপুর মহিলা কারাগারের সিনিয়র সুপার (অতিরিক্ত দায়িত্ব) আব্দুল জলিল জানান, পরীমনি ও মৌকে কারাগারের রজনীগন্ধা ভবনে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
‘মহামারীকালের স্বাস্থ্যবিধি অনুযায়ী তাদের সেখানে ১৪ দিন কোয়ারেন্টিন করতে হবে। এর মধ্যে তাদের করোনার লক্ষণ দেখা না দিলে পরে তাদের সাধারণ বন্দিদের ভবনে পাঠানো হবে।’

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে নারী বন্দিদের জন্য আলাদা কোনো ব্যবস্থা এখনও না থাকায় পরীমনি ও মৌকে এ কারাগারে পাঠানোর কথা জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

গত ৪ আগস্ট রাতে ঢাকার বনানীতে পরীমনির বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‍্যাব। পরদিন তার বিরুদ্ধে বনানী থানায় মাদক আইনে মামলা করা হয়।