• ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সাবেক অর্থমন্ত্রী মুহিতের শারীরিক অবস্থা অপরিবর্তিত

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ১০, ২০২১
সাবেক অর্থমন্ত্রী মুহিতের শারীরিক অবস্থা অপরিবর্তিত

সিলেট প্রতিনিধি  :: ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের শারীরিক অবস্থা আগের চেয়ে দুর্বল হয়ে পড়েছে। খাবারে অরুচি থাকায় তিনি আগের মতো খাওয়া-দাওয়া করতে পারছেন না।

তার পারিবারিক সূত্রে জানা গেছে, শারীরিক দুর্বলতা থাকা সত্ত্বেও তিনি প্রতি রাতে নির্ধারিত সময়ে ঘুমাতে যান। সকালে ঘুম থেকে উঠে পড়েন। অভ্যাসবশত প্রতিদিনই সংবাদপত্র পাঠ করেন। তারপর তিনি নাস্তা খান।

সূত্রটি আরও জানায়, মঙ্গলবার (১০ আগস্ট) অন্যান্য দিনের মতো প্রাত্যহিক কাজগুলো করেন সাবেক এ অর্থমন্ত্রী।

আবুল মাল আবদুল মুহিতের ভাগনি-জামাই ড. আহমদ আল কবীর বলেন, তিনি (আবুল মাল আবদুল মুহিত) শারীরিকভাবে খুবই দুর্বল। দুর্বলতা সত্ত্বেও হাসপাতালে তিনি নিয়মিত সংবাদপত্র পাঠ করছেন চেয়ারে বসে। আমি ও আমার পরিবারের সদস্যরা সবসময়ই তার খোঁজ-খবর রাখছি। আমরা সাবেক এই অর্থমন্ত্রীর আশু রোগমুক্তি কামনা করছি। তার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করছি যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন।

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ভাই ও বাংলাদেশ পল্লী শিশু ফাউন্ডেশনের চেয়ারম্যান এ এস এ মুয়িয সুজন মঙ্গলবার সন্ধ্যায় বলেন, তিনি আগের মতো খাওয়া-দাওয়া করতে পারছেন না। দুর্বল হয়ে পড়েছেন। আশা করি, কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে যাবেন তিনি।