লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ; আগামী ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী জাতীয় শোক দিবস পালন উপলক্ষে জাতীয় পতাকা পর্যবেক্ষণ উপ কমিটির সভা ১০ আগষ্ট মঙ্গলবার সকাল ১১ টায় সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও কমিটির আহ্বায়ক অসীম চন্দ্র বণিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জয়নাল আবেদীন, সহকারী কমিশনার( ভূমি সদর ) সাদিয়া সুলতানা,বীর মুক্তিযোদ্ধা নুরুল মোমেন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সহকারী কমিশনার আরিফুল ইসলাম, মোঃ শাহরিয়ার আশরাফ,সুনামগঞ্জ সদর মডেল থানার সেকেন্ড অফিসার প্রদীপ কুমার চক্রবর্তী প্রমুখ।
সভায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদার সাথে পালনের উপর গুরুত্বারোপ করা হয়। ঐদিন জাতীয় পতাকা যথাযোগ্য মর্যাদার সাথে উত্তোলন করতে হবে না হয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহিত হয়। আগামী ১২,১৩,ও ১৪ আগষ্ট তিন দিন মাইকিং করার সিদ্ধান্ত গৃহিত হয়। দুটি মোবাইল কোর্ট ও দুটি পুলিশ টহল টীম গঠনের সিদ্ধান্ত গৃহিত হয়। জাতীয় পতাকা পর্যবেক্ষণ উপ কমিটির আহ্বায়ক এর নেতৃত্বাধীন কমিটির সদস্য গণ পরিদর্শন করে লিখিত রিপোর্ট পেশ করা সহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহিত হয়।