• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

বঙ্গ মাতা সার্বক্ষণিক বঙ্গবন্ধুর পাশে ছিলেন- এমপি মিসবাহ

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ৮, ২০২১
বঙ্গ মাতা সার্বক্ষণিক বঙ্গবন্ধুর পাশে ছিলেন- এমপি মিসবাহ

লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: সুনামগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদে বিরোধী দলীয় হুইপ এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ বলেছেন, বঙ্গ মাতা শেখ ফজিলাতুন নেছা সার্বক্ষণিক বঙ্গবন্ধুর পাশে ছিলেন।  বঙ্গবন্ধুর অ বর্তমানে তিনিই দিক নির্দেশ দিয়েছেন।  সংসারের পাশাপাশি রাজনীতি ও সামলে ছিলেন। রবিবার সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গ মাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯১ তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বিপিএম  ,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল-ইমরান রুহুল হোসেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু,পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সামসুদদোহা, সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার চেয়ারম্যান ও ইউএনও গণ।
এছাড়াও জেলা প্রশাসন আয়োজিত কর্ম সুচীর মধ্যে ছিল,অস্বচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ, অসহায় ও দুঃস্থ নারীদের মাঝে ত্রাণ বিতরণ  সুবিধাজনক সময়ে বেগম ফজিলাতুন নেছা মুজিবের রুহের মাগফেরাত কামনা করে কোরআন খতম ও দোয়া মাহফিল এবং অন্যান্য ধর্মাবলম্বীদের বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।