• ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে জিলহজ, ১৪৪৬ হিজরি

ছাতকের দুই ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ সম্পন্ন

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ৮, ২০২১
ছাতকের দুই ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ সম্পন্ন

 

বিবিএন ডেস্ক: ছাতক উপজেলার নোয়ারাই ও সিংচাপইড় ইউনিয়নের চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান রবিবার (৮ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নোয়ারাই ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালেক রাজা ও সিংচাপইড় ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান সাহাব উদ্দিন মোহাম্মদ সাহেলকে শপথ বাক্য পাঠ করিয়েছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন।

স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্বতা বজায় রেখে শপথ গ্রহণ অনুষ্ঠানে সুনামগঞ্জের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোঃ জাকির হোসেন সহ কর্মকর্তা ও দুই চেয়ারম্যানের শুভাকাঙ্ক্ষীবৃন্দ উপস্থিত ছিলেন। গত ২৯ জুলাই শপথ গ্রহণ অনুষ্ঠানের নির্ধারিত তারিখ থাকলেও করোনা মহামারীর কারণে তা পিছিয়ে রবিবার এ শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দেশে ইউপি নির্বাচনের প্রথম ধাপে সিলেট বিভাগের দু’টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত ২১ জুন সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নোয়ারাই ও সিংচাপইড় ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে নোয়ারাই ইউনিয়নে দেওয়ান পীর আব্দুল খালেক রাজা ও সিংচাপইড় ইউনিয়নে সাহাব উদ্দিন মোহাম্মদ সাহেল চেয়ারম্যান নির্বাচিত হন।