বিবিএন ডেস্ক: ছাতকের বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব, নোয়ারাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, প্রবীণ রাজনীতিবিদ, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক আলহাজ্ব আবরু মিয়া তালুকদার আর নেই। শুক্রবার রাতে( ২.৫০ মি) সিলেটের মাউন্টএডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী,ব্যবসায়ী ও ছাতকের ব্যবসায়ী সংগঠনের নেতৃত্বদানকারী মরহুম আবরু মিয়া তালুকদার নোয়ারাই ইউনিয়নের বারকাহন গ্রামের মরহুম মাস্টার আব্দুল হান্নানের ছেলে। মরহুম আবরু মিয়া তালুকদারের প্রথম জানাজার নামাজ শুক্রবার (৬ আগস্ট)বাদ জুময়া (২টা১৫ মিনিট) ছাতক পাবলিক খেলার মাঠে (শেখ রাসেল মিনি স্টেডিয়াম) ও বিকাল ৪ টার সময় নিজগ্রাম বারকাহন জামে মসজিদ প্রাঙ্গণে ২য় জানাজার নামাজ অনুস্টিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হবে।