• ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

স্বাস্থ্য বিভাগের কাছে ১০টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করলো সুনামগঞ্জ চেম্বার অব কমার্স

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ৫, ২০২১
স্বাস্থ্য বিভাগের কাছে ১০টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করলো সুনামগঞ্জ চেম্বার অব কমার্স
লতিফুর রহমান রাজু,সুনামগঞ্জ: সুনামগঞ্জ স্বাস্থ্য বিভাগের সেবা কার্যক্রমের সহযোগিতায় কোভিড ১৯ আক্রান্তদের জন্য অক্সিজেন সরবরাহ করেছে সুনামগঞ্জ চেম্বার অব কমার্স। বিকেলে চেম্বার মিলনায়তনে আয়োজিত সংক্ষিপ্ত সভায় আনুষ্ঠানিকভাবে ১০ টি অক্সিজেন সিলিন্ডার সিভিল সার্জন মো. শামস উদ্দিনের কাছে হস্তান্তর করাহয়। এসময় অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন। সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সহ সভাপতি খন্দকার মনজুর আহমদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন চেম্বারের সাবেক সিনিয়র সহ সভাপতি আমিনুল হক, পরিচালক নুরুল ইসলাম বজলু, এনামুল হক, নুরে আলম, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজুসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এসময় জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন সকলকে সতর্ক থাকার জন্য আহবান জানান।