• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শেখ কামালের ৭২ তম জন্মদিন পালন

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ৫, ২০২১
সুনামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় শেখ কামালের ৭২ তম জন্মদিন পালন
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: বঙ্গবন্ধুর জৈষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২  তম জন্মদিন সুনামগঞ্জে যথাযোগ্য মর্যাদার সাথে নানা কর্মসূচির মধ্য দিয়েই পালিত হয়েছে। সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে কর্মসূচির মধ্যে ছিল সকাল ১০ টায় সুনামগঞ্জ শহরের ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গনে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ। সকাল ১১টায় শহীদ ক্যাপ্টেন শেখ কামাল কে নিয়ে আলোচনা সভা ও স্মৃতি চারণ অনুষ্ঠান ভার্চুয়ালী অনুষ্ঠিত হয়। সুবিধাজনক সময়ে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের রুহের মাগফেরাত কামনা করে কোরআন খতম ও দোয়া মাহফিল এবং অন্যান্য ধর্মাবলম্বীদের বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। বিকাল ৩ টায় গাছের চারা রোপন ও বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গনে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।  এ সময় আরও উপস্থিত ছিলেন ডিডিএলজি মোঃ জাকির হোসেন, এডিএম আল ইমরান রুহুল হোসেন,  সহকারী কমিশনার সম্রাট হোসেন, শিল্পী রানী মোদক, মেহেদী হাসান, রিফাতুল হক প্রমুখ।  পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বিপিএম এর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী সায়েম, সাঈদ আহমদ,  জয়নাল আবেদীন, পারভেজ আহমেদ, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্ম কর্তা মোহাম্মদ সাহিদুর রহমান, ডিআইও ওয়ান আনোয়ার হোসেন মৃধা প্রমুখ। সুনামগঞ্জ  পৌরসভার মেয়র নাদের বখতের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন কর্ম কর্তা কর্ম চারীগণ।     বীর মু‌ক্তিযুদ্ধাগন গণ ও পুষ্পস্তবক অর্পণ করেন।  বাংলাদেশ আওয়ামীলীগের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এডভোকেট খায়রুল কবির রুমেন, যুগ্ম সম্পাদক এডভোকেট হায়দার চৌধুরী লিটন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, সুবীর তালুকদার বাপটু,দেওয়ান ইমদাদ রেজা,  । সুনামগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি খন্দকার মনজুর আহমদ, পরিচালক নুরুল ইসলাম বজলূ,নুরে আলম, সুনামগঞ্জ জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার মনজুর আহমদ সদস্য নুরুল ইসলাম বজলু, এড‌ভো‌কেট আজাদুল ইসলাম রতন জেবুল আহমদ,ফয়সল আহমদ সহ নেতৃবৃন্দ এবং জেলা ক্রীড়া সংস্থা,ক্রীড়া অফিস,খাদ্য বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, গণপূর্ত সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।