• ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ৪ঠা শাবান, ১৪৪৬ হিজরি

মাষ্টার আব্দুশ শহীদের ইসালে সাওয়াব উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ৪, ২০২১
মাষ্টার আব্দুশ শহীদের ইসালে সাওয়াব উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল সম্পন্ন

বিবিএন ডেস্ক: জগন্নাথপুর উপজেলার অন্যতম বিদ্যাপীঠ ‘হবিবপুর – কেশবপুর ফাযিল ( ডিগ্রি) মাদ্রাসার ইতিহাসের স্যার মুহাম্মদ আব্দুস শহীদ স্যার এর মৃত্যুতে গত মংগলবার ৩রা অগাষ্ট বাদ যুহর লন্ডনের ব্রিকলেইন জামে মসজিদের মিটিং হলে মরহুমের ঈসালে সওয়াব উপলক্ষে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়।


যুক্তরাজ্যে অবস্হানরত অত্র মাদ্রাসার প্রাক্তন ছাত্রবৃন্দের উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন-সাবেক ছাত্রনেতা
মাওলানা আমিন উদ্দীন।
মাওলানা আব্দুল বছির কয়েছের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-ব্রিকলেইন জামে মসজিদ খতীব-হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-
জনাব নুরুল হক লালা মিয়া,হাজী মন্তাজ আলী,মাওলানা আব্দুল কুদ্দুস ।

প্রাক্তন ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন-
মাওলানা আজিজুর রহমান , মাওলানা তাজুল ইসলাম,


মো: আনোয়ার হোসেন, শাহ জুবায়ের আহমেদ,মাওলানা নুর আহমদ,মাওলানা মোমেনুর রশীদ,আলী আহমদ ,আকিকুর রহমান আকমান,মাওলানা আবু জাফর নুমান, মাওলানা আবু সালেহ মামুন,মাওলানা আব্দুস শহীদ,মাওলানা শাহজাহান মাহমুদ,হাফিজ আশিকুর রহমান,হাফিজ শাব্বীর আহমেদ,শহীদুল হক,আব্দুল গফফার শাহীন ও আব্দুল আলিম প্রমূখ ।

>কমিউনিটি ব্যক্তিত্ব্রের মধ্যে বক্তব্য রাখেন-
হাজী ছায়াদ মিয়া , শফিউল আলম বাবু,আনসার আহমেদ.তারেক চৌধুরী।

মো: জহিরুল ইসলামের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন-মনির আহমদ,ছাদিকুর রহমান,হাফিজ আলী,ছুফিউজ জামান,রুমেন মিয়া,আব্দুল হালিম প্রমূখ ।