• ২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

স্বাস্থ্য বিধি মেনে চলুন করোনা জয় করা সম্ভব- ব্রিগেডিয়ার জেনারেল মেসবাহ

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ২, ২০২১
স্বাস্থ্য বিধি মেনে চলুন করোনা জয় করা সম্ভব- ব্রিগেডিয়ার জেনারেল মেসবাহ

লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: সেনাবাহিবীর ব্রিগেডিয়ার জেনারেল মেসবাহ উদ্দিন আহমেদ বলেছেন, করোনার দ্বিতীয় ডেউ চলছে, এখানে আমরা যৌথবাহিনীর সকল সংস্থা সম্মিলিত ভাবে এবং সঠিকভাবে কাজ করে যাচ্ছি, তবে  করোনা পরিস্থিতির সার্বিক উন্নতির লক্ষ্যে আমাদের সকলকে নিয়মনীতি আরও সঠিকভাবে মেনে চলতে হবে, তাই জনগনের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা কঠোর লকডাউনে সকল বিধিনিষেধ এবং কোভিড প্রটোকলের সকল বিধিনিষেধ মেনে চলুন, আমরা সবাই স্বাস্থ্য বিধিমালা অনুসরণ করলে করোনাকে জয় করা সম্ভব। সোমবার  সুনামগঞ্জের দিরাইয়ে লকডাউন ও করোনা পরিস্থিতি পরিদর্শন শেষে লকডাউন ও করোনা পরিস্থিতি নিয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে ব্রিফিং করার সময় তিনি এসব কথা বলেন। সোমবার বেলা ১টারদিকে দিরাইয়ে লকডাউন ও করোনা পরিস্থিতি পরিদর্শন করে সেনাবাহিনীর একটি প্রতিনিধদল। সিলেট সেনানিবাসের কমান্ডার  ব্রিগেডিয়ার জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি এর নেতৃত্বে দিরাই পৌর সদরের বিভিন্ন এলাকা পরিদর্শন করে দলটি। পরিদর্শন কালে ব্রিগেডিয়ার জেনারেল মেসবাহউদ্দিন আহমেদ  বাজারের ফল ব্যবসায়ী, ভুষিমাল ব্যবসায়ীসহ  বিভিন্ন ব্যবসায়ীদের খোঁজ খবর   নেন। তবে ব্যবসায়ীরা জানান, লকডাউনেের কেনা  বেচা  আগের তুলনায় অনেক কম।  এ সময় উপস্থিত ছিলেন,  মেজর তাজুল ইসলাম,, সহকারি কমিশনার ভুমি মাখন সুত্রধর, অতিরিক্ত  পুলিশ সুপার আবু সুফিয়ান, থানার ওসি তদন্ত আকরাম হোসেন, দিরাই বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কামাল উদ্দি, অর্থ সম্পাদক কামনাশীষ রায় লিটন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন প্রমুখ।