• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জ সীমান্তে  বিজিবির অভিযান,বিভিন্ন পণ্য আটক

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ২, ২০২১
সুনামগঞ্জ সীমান্তে  বিজিবির অভিযান,বিভিন্ন পণ্য আটক
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: মাঠগাঁও বিওপির টহল দল ১ আগস্ট  দোয়ারাবাজার উপজেলাধীন  লক্ষীপুর ইউনিয়নের দৌলতপুর নামক স্থান হতে ৪২,হাজার পিস ভারতীয় নাসির বিড়ি আটক করে, যার মূল্য ৭১হাজার ,৪শ- টাকা।
একই বিওপির টহল দল একই তারিখে একই স্থান হতে ৭,হাজার পিস ভারতীয় নাসির বিড়ি আটক করে, যার মূল্য ১১,  হাজার ৯শ- টাকা।

বাঁশতলা বিওপির টহল দল ১ আগস্ট  দোয়ারাবাজার উপজেলাধীন  বাংলাবাজার ইউনিয়নের ঝুমগাঁও নামক স্থান হতে ১৫০ কেজি বাংলাদেশী রসুন আটক করে, যার আনুমানিক মূল্য ১৩ হাজার,৫শ টাকা।

চারাগাঁও বিওপির টহল দল ২ আগস্ট তাহিরপুর উপজেলাধীন  উত্তর শ্রীপুর ইউনিয়নের চারাগাঁও নামক স্থান হতে ৪০০ কেজি ভারতীয় কয়লা আটক করে, যার আনুমানিক মূল্য ৫ হাজার,২শ টাকা।

বাংগালভিটা বিওপির টহল দল ২ আগস্ট  ধর্মপাশা উপজেলাধীন  উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের মাজেরপাড় নামক স্থান হতে ১০ বোতল ভারতীয় মদ আটক করে, যার মূল্য ১৫, হাজার- টাকা।

বনগাঁও বিওপির টহল দল ২ আগস্ট  সুনামগঞ্জ সদর উপজেলাধীন  রংগারচর ইউনিয়নের সমেদনগর নামক স্থান হতে ২৮০ পিস ভারতীয় বাঁশ আটক করে, যার আনুমানিক মূল্য ৪২ হাজার,- টাকা।
আটককৃত ভারতীয় মদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ও নাসির/জীবন বিড়ি, কয়লা, বাংলাদেশী রসুন শুল্ক কার্যালয় এবং বাঁশ বনবিট কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে জানিয়েছেন সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল তছলিম এহসান পিএসসি।