লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট ও সুনামগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপলের আম্মা বেগম সুফিয়া নুর আর নেই। ইন্না-রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি দীর্ঘদিন ধরেই বার্ধক্য জনিত রোগে আক্রান্ত ছিলেন। রাত সাড়ে ১২ টার দিকে সুনামগঞ্জ থেকে চিকিৎসার জন্য সিলেট নেয়ার সময় মারা যান। তার মৃত্যুর খবরে সুনামগঞ্জ শহরে শোকের ছায়া নেমে এসেছে।