• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান,জরিমানা

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ২, ২০২১
সুনামগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযান,জরিমানা
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: সুনামগঞ্জে করোনার সংক্রমন দিনদিন বৃদ্ধি পেলেও মানুষের মধ্যে নুন্যতম সচেতনতার বালাই নেই। জেলার প্রত্যন্ত অঞ্চলে এখন করোনার থাবা পরেছে। তবুও থেমে মানুষের চলাচল। লকডাউন ও স্বাস্থ্যবিধি অমান্য করার দায়ে প্রতিদিনই আইনশৃংখলা বাহীনির সদস্য,প্রশাসন সকলের প্রচেষ্টায় ভ্রাম্যমান আদালতসহ জেলা সদরসহ উপজেলা সদরের বিভিন্ন হাটে বাজারে অভিযান অব্যাহত রয়েছে। গতকাল সোমবার সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার সম্রাট হোসেন এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। সকাল ১০ টা থেকে সুনামগঞ্জ পৌর শহরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন তিনি। স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা করেছেন। এসময় সহকারী কমিশনার সম্রাট হোসেন বলেন,স্বাস্থ্যবিধি ও লকডাউন অমান্য করা ব্যাক্তিদের প্রতিদিনই আমরা জরিমানা করছি। সরকারের নির্দেশনা মোতাবেক এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। এসময় শুধু জরিমানা ছাড়াও মানুষকে সচেুনতামুলক নির্দেশনা দেন। এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান তিনি। অন্যদিকে রবিবার জেলার ১১ উপজেলায় দিনব্যাপি ১০ টি ভ্রাম্যমান আদালতের অভিযানে ৬৪ মামলায় ৬৫ জনকে ৬১ হাজার ৭শ টাকা জরিমানা করা হয়েছে।