• ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২রা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দাবানলে পুড়ছে তুরস্ক:৮ জনের মৃত্যু,কাঁদছে মুসলিম বিশ্ব

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ২, ২০২১
দাবানলে পুড়ছে তুরস্ক:৮ জনের মৃত্যু,কাঁদছে মুসলিম বিশ্ব

বিবিএন ডেস্ক :: দাবানলে পুড়ছে তুরস্ক। আগুনে দেশটির বিভিন্ন এলাকায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটজনে।

তুরস্কের গণমাধ্যম আনাদোলু এ তথ্য জানায়।

দেশটির কৃষি ও বনমন্ত্রী বেকির পাকদেমিরলি রোববার জানান, দাবানলে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে আট।

কৃষি ও বনমন্ত্রী বলেন, বুধবার আগুনের সূত্রপাতের পর থেকে ৩২ শহরের ১২৬ এলাকার মধ্যে বর্তমানে ১১৯ এলাকার আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

তিনি জানান, ১৬ বিমান, ৯ ড্রোন, ৪৫ হেলিকপ্টার, ৬ ব্যবস্থাপনা হেলিকপ্টার, একটি মনুষ্যবিহীন হেলিকপ্টার, ৭০৮টি ওয়াটার ট্যাঙ্কার আগুন নেভানোর কাজে ব্যবহার করা হচ্ছে। কাজ করছেন প্রায় পাঁচ হাজারের মতো দমকলকর্মী।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফাহরেটিন কোকা বলেন, আনতালিয়ার মানাভগাত জেলায় দাবানলের কারণে অসুস্থ ৫০৭ জনের মধ্যে ৪৯৭ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ছাড়া মুগলার মারমারিস এবং বদরামে যারা আহত হয়েছেন, তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

পরিস্থিতি নিয়ে শনিবার তুর্কি প্রেসিডেন্ট এরদোগান মানাভগাত এলাকায় পরিদর্শনের সময় বলেন, আজারবাইজান, রাশিয়া, ইউক্রেন ও সর্বশেষ ইরান থেকে অগ্নিনির্বাপক বিমান এসে পৌঁছার ফলে দাবানল নেভানোর কাজ অনেকটা সহজ হয়েছে।