ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে নতুনভাবে ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন ৭ জন। গত ২৪ ঘন্টায় এন্টিজেন নমুনা টেস্ট থেকে করোনা পজেটিভ শনাক্ত হয় ১৩ জনের। নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৩ জনের। শনিবার র্যাপিড এন্টিজেন নমুনা টেস্ট থেকে ৩৭ জনের মধ্য থেকে ১৬ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। গত ৪৮ ঘন্টায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭০ জনের। করোনা পজেটিভ শনাক্ত হয় ২৯ জনের। দু’দিনে এখানে আক্রান্তের হার প্রায় ৪২ শতাংশ। ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, দুইদিনে করোনা উপসর্গ নিয়ে নোয়ারাই ইউনিয়নের একই পরিবারের দু’জনসহ ইউনিয়নের ৪ জন, দোলারবাজার ইউনিয়নের ১ জন, সিংচাপইড় ইউনিয়নের ১ জন ও পৌরসভা এলাকার ১ জন মৃত্যুবরণ করেছেন।