• ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ৩রা রজব, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জ জেলা ও দায়রা জজের মাতার ইন্তেকাল, শোক প্রকাশ

bilatbanglanews.com
প্রকাশিত জুলাই ৩১, ২০২১
সুনামগঞ্জ জেলা ও দায়রা জজের মাতার ইন্তেকাল, শোক প্রকাশ
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ ওয়াহিদুজজামান শিকদার এর মাতা মোসাঃ নুরজাহান বেগম গত ২৮ জুলাই রাত ১০টায়  ইন্তেকাল করেছেন। ইন্না-রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১১০ বছর। মৃত্যুকালে তিনি ৩ পুত্র আখতারুজ্জামান শিকদার বীর মুক্তিযোদ্ধা, কামরুজ্জামান শিকদার ও ওয়াহিদুজজামান শিকদার এবং ৪ কন্যা জাহানারা বেগম, শাহানারা বেগম, আরজিনা
 বেগম ও হোসনে আরা জামান হাসি ,২৪ জন নাতি নাতনী সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
নুরজাহান বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন সুনামগঞ্জ জেলা জজ জজশীপের  সর্বস্তরের কর্ম কর্তা কর্ম চারী গণ । এসব তথ্য নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জেলা জজ আদালতের নায়েব নাজির সিফাত শাহরিয়ার।

সুনামগঞ্জ জেলা আইন জীবি সমিতির সভাপতি এডভোকেট নজরুল ইসলাম শেফু সাধারণ সম্পাদক এডভোকেট আখতারুজ্জামান সেলিম
 সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী ও তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন।