• ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

সাবেক অর্থমন্ত্রী মুহিতের শারীরিক অবস্থার কোন উন্নতি নেই

bilatbanglanews.com
প্রকাশিত জুলাই ৩১, ২০২১
সাবেক অর্থমন্ত্রী মুহিতের শারীরিক অবস্থার কোন উন্নতি নেই

সিলেট প্রতিনিধি  :: প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তার চিকিৎসা চলছে। শনিবার (৩১ জুলাই) আবুল মাল আবদুল মুহিতের পারিবারিক সূত্র এ তথ্য জানিয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় গত বৃহস্পতিবার (২৯ জুলাই) বেলা সাড়ে তিনটার দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক এই অর্থমন্ত্রীকে সিএমএইচ-এ ভর্তি করা হয়।

গত ২৫ জুলাই করোনা পরীক্ষার জন্য নমুনা দেন তিনি। করোনার পরীক্ষার ফলাফলে পজিটিভ আসে তার। একইসঙ্গে করোনায় আক্রান্ত হয়েছেন তার বড় ছেলে শাহেদ মুহিতও। তবে শাহেদের শারীরিক অবস্থা এখন পর্যন্ত মোটামুটি ভালো। তিনি চিকিৎসাধীন আছেন।

এদিকে, আবুল মাল আবদুল মুহিতের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন তার ভাই পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।