• ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ছাতকে লকডাউন অমান্য করায় ১০ মামলায় ১৩ হাজার ৮ শত টাকা জরিমানা

bilatbanglanews.com
প্রকাশিত জুলাই ৩১, ২০২১
ছাতকে লকডাউন অমান্য করায় ১০ মামলায় ১৩ হাজার ৮ শত টাকা জরিমানা

ছাতক প্রতিনিধি  :: ছাতকে লকডাউন অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। শনিবার (৩১ জুলাই) পৌর শহর ও জাউয়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইসলাম উদ্দিন ।

এসময় স্বাস্থ্যবিধি না মানা ও সরকার ঘোষিত বিধিনিষেধ অমান্য করায় ১০ মামলায় ১৩ হাজার ৮শ’ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানের সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যগন উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইসলাম উদ্দিন জানান, লকডাউন কার্যকর করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।