বিবিএন ডেস্ক:সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনী প্রতিষ্ঠান হবিব পুর ও কেশব পুর সিনিয়র আলিয়া মাদ্রাসার স্বনামধন্য শিক্ষক মোঃআব্দুশ শহীদ মাষ্টারের স্মরণে আয়োজিত ঈসালে মাহহিল কমিটির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুর সাড়ে ১২টায় লন্ডন শহরের ব্রিকলেন মধুবন সুইটসে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইকড়ছই সিনিয়র মাদ্রাসার সাবেক শিক্ষক, ক্বারি মাওলানা মোঃআমিন উদ্দিন।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রসুল গঞ্জ আলিয়া মাদ্রাসার সাবেক সুপারিন্টেন্ডেন্ট ক্বারি মাওলানা আজিজুর রহমান, সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ক্বারি মোঃনূর আহমদ। ক্বারি মাওলানা মোঃ আব্দুল বাসিরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ক্বারি মোঃ আনোয়ার হোসেন, ক্বারি মাওলানা মোঃ মোমিনুর রশীদ প্রমুখ। মাওলানা মোঃআব্দুল আজিজের মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
উল্লেখ্য আগামী ৩রা আগষ্ট বেলা দেড়টায় ব্রিকলেন জামে মসজিদে মাষ্টার মোঃ আব্দুশ শহীদের ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে।
যুক্তরাজ্যে বসবাসরত মাষ্টার মোঃআব্দুশ শহীদের সকল ছাত্রদের উপস্তিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।