• ১৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সাবেক অর্থমন্ত্রী মুহিত সুস্থ আছেন,খাওয়া-দাওয়া করছেন ঠিকমতো

bilatbanglanews.com
প্রকাশিত জুলাই ২৮, ২০২১
সাবেক অর্থমন্ত্রী মুহিত সুস্থ আছেন,খাওয়া-দাওয়া করছেন ঠিকমতো

সিলেট প্রতিনিধি  :: করোনায় আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসাধীন আছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তবে তাঁর শারিরীক অবস্থা স্থিতিশীল রয়েছে, ঠিকমতো খাওয়া-দাওয়াও করতে পারছেন তিনি।

আবুল মাল আব্দুল মুহিতের পারিবারিক সু্ত্রে জানা যায়, দুই ডোজ টিকা দেওয়ার পরও করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। গত ২৫ জুলাই তাঁর করোনার রিপোর্ট পজেটিভ আসে। এরপর থেকে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে ঢাকার বনানীর বাসায়ই চিকিৎসা নিচ্ছেন। বুধবার সন্ধ্যা পর্যন্ত তাঁর অক্সিজেন লেভেলও স্থিতিশীল রয়েছে।

এছাড়া করোনায় আক্রান্ত আবুল মাল আব্দুল মুহিতের ছেলে শাহেদ মুহিতও সুস্থ আছেন। তিনিও ঢাকার বনানীর বাসায় আইসোলেশনে আছেন।

এদিকে তাঁদের দ্রুত করোনামুক্তিতে সকলের দোয়া কামনা করেছেন সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল মাল আব্দুল মুহিতের পুত্রবধূ মানতাসা আহমদ।