• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ছাতকে ৪৮ ঘন্টায় নতুন করোনা আক্রান্ত ২৭ জন

bilatbanglanews.com
প্রকাশিত জুলাই ২৮, ২০২১
ছাতকে ৪৮ ঘন্টায় নতুন করোনা আক্রান্ত ২৭ জন

 

বিবিএন ডেস্ক: ছাতকে নতুনভাবে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে ২৭ জনের। গত ২৪ ঘন্টায় র‍্যাপিড এন্টিজেন নমুনা টেস্ট থেকে করোনা পজেটিভ শনাক্ত হয় ৯ জনের। নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ জনের। আবার ১৮ জনের নমুনা পরীক্ষা শেষে পিসিআর ল্যাব থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী করোনা পজেটিভ শনাক্ত হয়েছে পেপারমিল এলাকার নিক্সন বণিক নামের ১ জনের। মঙ্গলবার র‍্যাপিড এন্টিজেন নমুনা টেস্ট থেকে ৪০ জনের মধ্য থেকে ১৭ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়। গত ৪৮ ঘন্টায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৪ জনের। করোনা পজেটিভ শনাক্ত হয় ২৭ জনের। দু’দিনে এখানে আক্রান্তের হার প্রায় ৩৭ শতাংশ। ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন। ছাতকে করোনা সংক্রমণ দিন-দিন বৃদ্ধি পাচ্ছে। প্রায় প্রতিদিনই এ অঞ্চলে কেউ না কেউ মারা যাচ্ছেন। কিন্তু হাসপাতালে চিকিৎসা না নেয়ায় অনেক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা হাসপাতালের খাতায় নেই। নমুনা পরীক্ষা ছাড়াই করোনার লক্ষন নিয়ে নিজ বাসাবাড়িতে অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন অনেকেই। ডা. রাজীব চক্রবর্তী বলেন, করোনার এ মহামারীর সময়ে সবাইকে সতর্ক এবং সচেতন থাকতে হবে। অপ্রয়োজনে ঘর থেকে বাহির না হওয়ার কথা বলে সবাইকে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে চলার আহবান জানান তিনি।