• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

মানচেষ্টারের আষ্টন মুসলিম কমিউনিটির উদ্যোগে ডে-ট্রিপ অনুষ্ঠিত

bilatbanglanews.com
প্রকাশিত জুলাই ২৮, ২০২১
মানচেষ্টারের আষ্টন মুসলিম কমিউনিটির উদ্যোগে ডে-ট্রিপ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ গ্রেটার মানচেষ্টারের আষ্টন মুসলিম কমিউনিটি (AMC) এর উদ্দোগে  এ যাবত কালের সবচেয়ে বড় ডে- ট্রিপ অনুষ্টিত হয়। গ্রেটার মানচেষ্টারের বিভিন্ন শহর থেকে শতাধিক প্রবাসী বাংলাদেশীরা এই ডে – ট্রিপে অংশ গ্রহন করেন।

লকডাউন না থাকায় সব মত ও পথের মানুষের অংশ গ্রহনে প্রাণবন্ত হয়ে উঠে এই শোভাযাত্রা।
এবারের এই আনন্দ ভ্রমণ টি ছিলো স্কারবোরাহ সমুদ্র সৈকত কে ঘিরে।

আবহাওয়া অনুকুলে থাকায় স্কারবোরাহ সমুদ্র সৈকতে সকলেই আনন্দে মেতে উঠেন।
কেউ নৌকা আবার কেউ স্পীট বোট ভাড়া করে সমুদ্র সৈকতটি ঘুরে দেখেন।
অনেকে আবার সাতার কেটেছেন ইচ্ছে মতো।

ডে- ট্রিপ টি আনন্দময়  করতে AMC এর পক্ষ থেকে খেলাধুলার ও আয়োজন ছিলো।
বাংগালীর ঐতিহ্যেবাহী খেলা কাবাডি, দড়িটানা, ফুটবল ইত্যাদি খেলায় মেতে উঠেন প্রবাসীরা।

বিভিন্ন শহরে ভাগ হয়ে এই সব খেলায় রীতিমতো প্রতিযোগিতা চলে।
দড়িটানায় আষ্টন কে পরাজিত করে মানচেষ্টার চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। আবার কাবাডি খেলায় ওল্ডহামের সাথে মানচেষ্টার পরাজিত হয়।
অন্যদিকে ফুটবলের ফাইনাল ম্যাচে মানচেষ্টার ৪-০ গোলে ওল্ডহাম কে পরাজিত করে উপস্থিত দর্শকদের মাঝে তাক লাগিয়ে দেয়।

খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। কমিউনিটির গন্যমান্য ব্যক্তিবর্গ পুরুস্কার বিতরনী অনুষ্টানে উপস্থিত ছিলেন।

অনুষ্টান সফল করায়, ডে -ট্রিপের অন্যতম উদ্দোগতা ও AMC এর সিনিয়র সদস্য সাজ্জাদুর রহমান সবাই কে ধন্যবাদ জানান।