• ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

নিখোঁজ মুসলিম কিশোরীর খোঁজে ব্রিটিশ পুলিশের অভিযান

bilatbanglanews.com
প্রকাশিত জুলাই ২৫, ২০২১
নিখোঁজ মুসলিম কিশোরীর খোঁজে ব্রিটিশ পুলিশের অভিযান

বিবিএন ডেস্ক  : যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে নিখোঁজ কিশোরী ফাতিমা কাদিরের (১১) খোঁজে অভিযান চালাচ্ছে পুলিশ।ফাতিমা স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ম্যানচেস্টারের বোস্টনে নিজ বাড়ি থেকে বের হয়ে ট্রেনে লন্ডনে যায় বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি।বাবা-মাকে না জানিয়েই স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে বাড়ি ছাড়ে ফাতিমা। রাত সোয়া ৮টার দিকে বোস্টন রেল স্টেশনে পৌঁছায় সে।স্টেশনের সিসিটিভি ক্যামেরায় দুজন অপরিচিত নারী-পুরুষের সাথে কথা বলতে দেখা যায় তাকে।

তাদের সঙ্গে লন্ডনগামী ট্রেনের একই কামরাতে ওঠে ফাতিমা।লন্ডন ব্রিজ টিউব স্টেশন থেকে ফাতিমার কোনো খোঁজ পায়নি পুলিশ। ফাতিমার নিখোঁজে জড়িত সন্দেহে অজ্ঞাত পরিচয় ওই নারী-পুরুষেরও সন্ধান করছে পুলিশ।এদিকে, ফাতিমার বাবা আসেম আর মা মিসরা তাকে খুঁজে দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন।

ফাতিমাকে তাদের কিংবা পুলিশের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন তারা।