• ২৩শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি

মাস্ক ব্যবহার করুন,স্বাস্থ্য বিধি মেনে চলুন-এমপি রতন

bilatbanglanews.com
প্রকাশিত জুলাই ২৩, ২০২১
মাস্ক ব্যবহার করুন,স্বাস্থ্য বিধি মেনে চলুন-এমপি রতন

লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: মাস্ক ব্যবহার করুন, স্বাস্থ্য বিধি মেনে চলুন এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বিভিন্ন স্থানে কোভিড-১৯ এর সচেতনা মুলক প্রচার ও মাস্ক বিতরণ করেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। শুক্রবার দিনব্যাপী তাহিরপুর উপজেলায় বিভিন্ন স্থানে প্রচার ও মাস্ক বিতরণ করা হয়েছে। তাহিরপুর উপজেলা সদর, লামাগাও, সুলেমান পুর, ভাটি তাহিরপুর, বাদাঘাট, নৌ পথে যাত্রীদের সহ বিভিন্ন স্থানে প্রায় ১০ হাজার মাস্ক ও সাবান বিতরণ করেন। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন খান, তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার। তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল সুবাহান আখঞ্জী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আমিনুল হক, ধর্মপাশা স্বেচ্ছা সেবকলীগের আহবায়ক শাহ আব্দুল বারেক ছোটন, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ধর্মপাশা উপজেলা শ্রমিকলীগের সহ সভাপতি মো. নুরুজ্জামান, তাহিরপুর উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক রায়হান উদ্দিন রিপন, উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক রাহাত হায়দার।

সুনামগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন বলেন, মাস্ক ব্যবহার করুন, স্বাস্থ্য বিধি মেনে চলুন, তিনি আরও বলেন, শারিরিক দুরত্ব বজায় রাখুন, মাস্ক ও সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করুন, আপনার হাতেই রয়েছে, আপনার সুরক্ষা, তাই বেশী বেশী করে হাত ধোতে হবে, কমপক্ষে ২০ সেকেন্ড। এমপি রতন আরও বলেন, আওয়ামীলী সরকার ও মাননীয় প্রধানমনাত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার পক্ষে তিনি বলেন, ঘরে থাকুন, সুরক্ষীত থাকুন, সুরক্ষীত রাখুন, নিজে বাচুন, দেশকে বাচান। সরকারের আইন মানুন, আইনের প্রতি শ্রদ্ধাশীল হোন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনার।