• ২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মুকুটের জন্য  জগন্নাথ জিউর মন্দির কমিটির উদ্যোগে বিশেষ প্রার্থনা

bilatbanglanews.com
প্রকাশিত জুলাই ১৮, ২০২১
মুকুটের জন্য  জগন্নাথ জিউর মন্দির কমিটির উদ্যোগে বিশেষ প্রার্থনা
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ; সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুটের আশু রোগ মুক্তির জন্য সুনামগঞ্জ শ্রী শ্রী জগন্নাথ জিউর মন্দির কমিটির উদ্যোগে এক বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় রবিবার রাত ৮টায় মন্দির প্রাঙ্গনে।  এ  সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ নেতা ও তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল। এছাড়াও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শঙ্কর চন্দ্র দাস, প্রদীপ পাল নিতাই, ভোলা রায়, স্বপন রায়, এড‌ভো‌কেট বিমান রায়, বিজয় তালুকদার বিজু, সবুজ কান্তি দাস, সিতেষ তালুকদার মঞ্জু, বিমল রায়, যতীনদ তালুকদার, ছাত্রলীগ নেতা অরিন্দম মৈত্র অমিয় সুব্রত তালুকদার ,প্রমুখ।
প্রধান অতিথি বলেন সুনামগঞ্জ সহ সারা দেশে করোনাভাইরাস জনিত সংক্রমণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অনেক আপন জনকে হারাতে হচ্ছে।  অনেক অসুস্থ আছেন। আমাদের সুনামগঞ্জের সবার প্রিয় নেতা নুরুল হুদা মুকুট ও করোনাভাইরাস জনিত রোগে  আক্রান্ত হয়েছেন তিনি এখন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমরা সৃষ্টি কর্তার কাছে প্রার্থনা করি তিনি যেন দ্রুত সূস্হ হয়েছেন আবার আমাদের মাঝে ফিরে আসেন।