• ২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ছাতকে ৩৩৩ নম্বরে ফোন,খাবার নিয়ে হাজির ইউএনও

bilatbanglanews.com
প্রকাশিত জুলাই ১৮, ২০২১
ছাতকে ৩৩৩ নম্বরে ফোন,খাবার নিয়ে হাজির ইউএনও

 

জুনাইদ আহমদ,ছাতক থেকে: উপ‌জেলার ১৩ ইউ‌পি ও এক‌টি পৌর সভায় প্রায় ২ শতাধিক প‌রিবারে বা‌ড়ি ঘ‌রে খাবার পৌ‌ছি‌য়ে দেয়া হ‌য়ে‌ছে।
প্রাকৃ‌তিক দু‌যোর্গ ও ক‌রোনা ভাইরাস উপল‌ক্ষে ত্রান সামগ্রী বিতরণ করেন উপ‌জেলা নিবাহী কর্মকতা মামুনুর রহমানের প‌ক্ষে তার অ‌ফিসে উচ্চমান সহকা‌রি অরুন অ‌ধিকা‌রি,ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ‌নোয়ার হো‌সেন র‌নি,সুনামগঞ্জ প‌রিবহন শ্রমিক ইউ‌নিয়‌নের কায‌্যকা‌রি সভাপ‌তি রোবহান উ‌দ্দিন,সাজ্জাদ মিয়া প্রমুখ। উপজেলার ইসলামপুর ইউ‌পির ৭নম্বার ওয়া‌ড়ে প্রতিব‌ন্ধি ছা‌দিয়া আক্তার মিন‌ুসহ পাঁচজনের সংসার চলে। কিন্তু করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে চলাচল সীমিত করে দিলে সংসারের একমাত্র অবলম্বন দোকান পাঠ বন্ধ থাকায়
খেয়ে–না খেয়ে কষ্টে দিন কাটছিল তাদের। এর মধ্যে প্রতিব‌ন্ধি ছা‌দিয়া আক্তার মিন‌ু প্রতিবেশী একজনের কাছে শুনতে পান, ৩৩৩ নম্বরে কল করলে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার। গত রোববার রাতে ৩৩৩ নম্বরে কল করেন তিনি। সেখান থেকে কল আসে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রহমা‌নে কাছে। ইউএনও প্রতিব‌ন্ধি ছা‌দিয়া আক্তার মিন‌ু নম্বরে কল করে সব জেনে রাতেই খাদ্য সহায়তা তাঁর বাড়িতে হাজির হ‌য়ে‌ছেন।খাদ্য সহায়তা হিসেবে প্রতিব‌ন্ধি ছা‌দিয়া আক্তার মিন‌ু পরিবার পায়, চাল, তেল, ডাল.চি‌নি,লবন,আটা,সাবান,লা‌চ্ছি ও লডুস । খাদ্য সহায়তা পেয়ে খুশি প্রতিব‌ন্ধি ছা‌দিয়া আক্তার মিন‌ু মহা খু‌শি। তিনি বলেন, ‘অ্যাত তাড়াতাড়ি ত্রাণ পাওয়া য্যাবে হামরা ভাবতেই পারিনি। কল দ্যাওয়ার এক ঘণ্টার মধ্যেই চাল-ডাল নিয়ে স‌্যার হাজির। এ ত্রাণ দিয়ে তাও পরিবারের ১০-১৫ দিনের খাবারের যোগান হবে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান বলেন, ‘হটলাইন থেকে ভুক্তভোগীর মোবাইল নম্বর নিয়ে কল করলে ওই প্রতিব‌ন্ধি ছা‌দিয়া আক্তার মিন‌ু বলেন সে ভিক্ষা কর‌তো। গা‌ড়ি দোকান পাট বন্ধ থাকায় তার ভিক্ষা পা‌চ্ছে না। আয় না থাকায় খাবারের কষ্টে আছেন তাঁরা। রাতেই কিছু খাদ্যসামগ্রী তাঁর বাসায় দিয়ে আসি।’ তিনি এই দুঃসময়ে কেউ যাতে কষ্টে না থাকেন, এ ব্যাপারে প্রশাসনকে সহায়তা করার জন্য সমাজের সবার প্রতি আহ্বান জানান। মানুষ কষ্টে আছে জানলে সঙ্গে সঙ্গে সহায়তা পৌঁছে দেয়া হবে বলে জানান তিনি। এব‌্যাপা‌রে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান জানান,উপ‌জেলার ১৩‌টি ইউ‌নিয়‌নের প্রায় ২শতা‌ধিক প্রাকৃ‌তিক দু‌যোর্গ ও ক‌রোনা ভাইরাস উপল‌ক্ষে ত্রান সামগ্রী বিতরন করা হ‌য় ।