• ২৭শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জ সীমান্তে ৩৩ লক্ষাধিক টাকার পণ্য আটক করেছে বিজিবি

bilatbanglanews.com
প্রকাশিত জুলাই ১৭, ২০২১
সুনামগঞ্জ সীমান্তে ৩৩ লক্ষাধিক টাকার পণ্য আটক করেছে বিজিবি
লতিফুর রহমান রাজু , সুনামগঞ্জ:  লাউরগড় বিওপির টহল দল  তাহিরপুর উপজেলাধীন  বাধাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী হতে  ১০০ ঘনফুট ভারতীয় পাথর, ইঞ্জিনসহ ৩টি স্টীলবডি নৌকা এবং ১২টি বারকী নৌকা আটক করে, যার আনুমানিক মূল্য ৩১,১২,০০০/- টাকা।

আশাউড়া বিওপির টহল দল  সুনামগঞ্জ সদর উপজেলাধীন  রংগারচর ইউনিয়নের শাহপুর নামক স্থান হতে ৫০পিস ভারতীয় বাঁশ আটক করে, যার আনুমানিক মূল্য ৭,৫০০/- টাকা।

টেকেরঘাট বিওপির টহল দল তাহিরপুর উপজেলাধীন  উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়দল নামক স্থান হতে ০৫ বোতল ভারতীয় মদ এবং ০১ বোতল বিয়ার আটক করে, যার মূল্য ৭,৭৫০/- টাকা।

ডুলুরা বিওপির টহল দল ১৭ জুলাই বিশ্বম্ভরপুর উপজেলাধীন শলুকাবাদ ইউনিয়নের ধোপজান চলতী নদী হতে  ১০ ঘনফুট ভারতীয় পাথরসহ ০২টি বারকী নৌকা আটক করে, যার আনুমানিক মূল্য ১,০১,২০০/- টাকা।

ডুলুরা বিওপির টহল দল  বিশ্বম্ভরপুর উপজেলাধীন শলুকাবাদ ইউনিয়নের ধোপজান চলতী নদী হতে  ১০ ঘনফুট ভারতীয় পাথরসহ ০২টি বারকী নৌকা আটক করে, যার আনুমানিক মূল্য ১,০১,২০০/- টাকা।

চিনাকান্দি বিওপির টহল দল  বিশ্বম্ভরপুর উপজেলাধীন  ধনপুর ইউনিয়নের রাজাপাড়া নামক স্থান হতে ১৫০ কেজি বাংলাদেশী ডাবলী বুট আটক করে, যার আনুমানিক মূল্য ৬,০০০/- টাকা।
আটককৃত ভারতীয় মদ, বিয়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় ও বাঁশ বনবিট কার্যালয় এবং পাথর, বারকী নৌকা, ইঞ্জিনসহ স্টীলবডি নৌকা ও বাংলাদেশী ডাবলী বুট শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে জানিয়েছেন সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল তছলিম এহসান পিএসসি।