লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সাবেক পিপি এডভোকেট শফিকুল আলম আর নেই। তিনি করোনাভাইরাস জনিত রোগ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সিলেটের একটি বেসরকারী হাসপাতালে মারা গেছেন। ইন্না-রাজেউন। তিনি বেশ কয়েক দিন যাবত করোনাভাইরাস জনিত রোগে আক্রান্ত হয়ে সিলেট রাগীব রাশিয়া মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার রাত আনুমানিক ১১ টার দিকে মারা যান। তার মৃত্যুতে সুনামগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে। তার বাড়ি জগন্নাথপুর উপজেলায় । তিনি দীর্ঘদিন ধরেই সুনামগঞ্জ শহরের হাজী পাড়ায় নিজ বাস ভবনে বসবাস করতেন।