• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে আরো ৩শ পরিবার পেলেন প্রধানমন্ত্রীর উপহার

bilatbanglanews.com
প্রকাশিত জুলাই ১৫, ২০২১
সুনামগঞ্জে আরো ৩শ পরিবার পেলেন প্রধানমন্ত্রীর উপহার
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ১৫ জুলাই বৃহস্পতিবার বিকেল ৫টায় শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।  খাদ্য সহায়তার মতো রয়েছে চাল, ডাল, তেল, লবন,পিয়াজ, সাবান সহ অন্যান্য সামগ্রী। চলমান লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়া  তিনশ  ইজিবাইক চালক ও  ক্ষৌরকার দের এই খাদ্য বিতরণ করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বিপিএম, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল-ইমরান রুহুল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিজন কুমার সিংহ, সুনামগঞ্জ সদর ইউএনও ইমরান শাহরিয়ার, সুনামগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল হোসেন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার সম্রাট হোসেন, মেহেদী হাসান, রিফাতুল হক, বোরহান উদ্দিন, গোলাম রব্বানী, মোহন মিঞ্জী প্রমুখ।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সবাই কে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান এবং বলেন সরকারের হাতে প্রচুর খাদ্য মজুত আছে যতদিন এই কোভিড পরিস্থিতির উন্নতি না হবে ততদিন এই কার্যক্রম অব্যাহত থাকবে।