• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে লকডাউনের শেষ দিনেও গতিশীল সেনাবাহিনীর টহল কার্যক্রম

bilatbanglanews.com
প্রকাশিত জুলাই ১৪, ২০২১
সুনামগঞ্জে লকডাউনের শেষ দিনেও গতিশীল সেনাবাহিনীর টহল কার্যক্রম
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মেসবাহ উদ্দিন আহমেদ এসপিপি এ এফ ডব্লিউ সি পিএসসি বলেছেন সরকার ঘোষিত দুই সপ্তাহ লকডাউনে যদিও কর্মজীবি অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েন। কিন্ত এই লকডাউনের কারণে অনেক উপকার হয়েছে। লোকজন বিনা প্রয়োজনে ঘরের বাইরে না থাকার কারণে কোভিড সংক্রমণ কম হয়েছে। আমাদের সকলের ঐকান্তিক  প্রচেষ্টায়  সচেতনতা অনেকাংশেই বৃদ্ধি পেয়েছে । আমরা আশাবাদী করোনা পরিস্থিতি স্বাভাবিক হবে ইনশাল্লাহ।  আগামীকাল ১৫ জুলাই হতে পরিস্থিতি আবার স্বাভাবিক থাকবে তারপর ও সবাই স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ করছি।
১৪ জুলাই বুধবার দুপুর ১ টায় সুনামগঞ্জ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও দোকান পরিদর্শন ও হত দরিদ্র দের ত্রাণ বিতরণ করেন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মেসবাহ উদ্দিন আহমেদ। এ  সময় আরো উপস্থিত ছিলেন লেঃ কর্ণেল মাহবুব হাসান চৌধুরী,মেজর আসিফ তানভীর রেজা খান পিএসসি, লেঃ শাহবাজ আহমেদ ফয়সাল , সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ প্রেসক্লাবের একাংশের সাধারণ সম্পাদক দৈনিক সুনামগঞ্জের ডাক সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমেদ প্রমুখ।