বিবিএন ডেস্ক: উত্তর লন্ডনে এসিড আক্রমণের শিকার হয়েছেন তিনজন। যার মধ্যে দশ বছরের এক কিশোরীও রয়েছে। জানায়া ঘরের দরজায় বারবার নক করছিলেন আক্রমনকারী। এক পর্যায়ে দরজা খুলতেই হামলার শিকার হয় পরিবারের সদস্যরা।
কলিন্ডালের বিউফোর্ট পার্কে সোমবার রাত ৭:২০ মিনিটে পুলিশকে ফোন করা হয়েছিল ঘটনাটির রিপোর্ট করার জন্য।
মেট পুলিশ জানায়, আহতদের মধ্যে ৪৩ বছর বয়সী পুরুষ, ৩৬ বছর বয়সী মহিলা এবং ১০ বছর বয়সী কিশোরীকে এসিড নিক্ষেপ করা হয়েছিল। যার ফলে তারা আহত হয়েছিল।আহত অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হলেও তিনজনকেই হসপিটাল থেকে ডিসচার্জ করা হয়েছে।
ঘটনাস্থলে যোগদানকারী কয়েকজন অফিসারকে এসিডের প্রভাবের কারণে চিকিৎসা নিতে হয়েছে । তাদের অবস্থা গুরুতর ছিল না।পুলিশ বলেছিলেন, কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং পরিস্থিতি সম্পর্কে তদন্ত চলছে।
সার্জেন্ট ইওয়া সিজুরা বলেছেন: “এই হামলার জন্য দায়ী অপরাধী চিহ্নিত করা আমাদের পক্ষে অতীব গুরুত্বপূর্ণ। যার জন্য আমারা জনগণের সহায়তা চাই।
আপনি যদি ওই অঞ্চলে থাকেন এবং ঘটনাটি লক্ষ করেন বা এ বিষয়ে কোনও তথ্য জানেন যা সহায়তা করতে পারে আমাদের তবে আমি আপনাকে এগিয়ে এসে পুলিশের সাথে কথা বলার জন্য অনুরোধ করছি।”