• ১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

অগ্রণী ব্যাংকে জনবল নিয়োগ

bilatbanglanews.com
প্রকাশিত জুলাই ১৪, ২০২১
অগ্রণী ব্যাংকে জনবল নিয়োগ

বিবিএন ডেস্ক: অগ্রণী ব্যাংক লিমিটেড লোকবল নিয়োগের জন্য সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের হেড অব ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগে লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ব্যক্তিরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: হেড অব আইসিসি

পদের সংখ্যা: ১। প্রাথমিকভাবে ২ বছরের চুক্তি হবে এ পদের জন্য।
কর্মস্থল: ঢাকা

আবেদনের যোগ্যতা
আবেদনকারীকে সিএ কোর্স সম্পন্ন হতে হবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে কমপক্ষে ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এই ২০ বছরের মধ্যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নিরীক্ষা পেশায় কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কোর রিস্ক ম্যানেজমেন্ট–বিষয়ক সম্যক ধারণা থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। বয়সসীমা ৬০ বছর।

বেতন ও সুযোগ
বেতন আলোচনা সাপেক্ষে। কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান।

আবেদন যেভাবে করবেন
আবেদনপত্র পাঠাতে হবে মহাব্যবস্থাপক, এইচআর প্ল্যানিং, ডিপ্লয়মেন্ট অ্যান্ট অপারেশনস ডিপার্টমেন্ট, প্রধান কার্যালয়, ঢাকা বরাবর পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখ
১৮ অগাস্ট