বিবিএন ডেস্ক: আবারও সব রেকর্ড ভেঙে দেশে সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণঘাতী ভাইরাস করোনায় আরও ১৩ হাজার ৭৬৮ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট শনাক্ত দাঁড়িয়েছে ১০ লাখ ৩৪ হাজার ৯৫৭ জনে। এ দিন মৃত্যু হয়েছে ২২০ জনের। মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৩৯ জনে।
সোমবার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, দেশে গত ৯ জুলাই ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২১২ জনের মৃত্যু হয়েছিল। এরপর ১০ জুলাই ১৮৫ জন, ১ জুলাই ১৪৩ জন, ২ জুলাই ১৩২ জন, ৩ জুলাই ১৩৪ জন, ৪ জুলাই ১৫৩ জন, ৫ জুলাই ১৬৪ জন, ৬ জুলাই ১৬৩ জন এবং ৭ জুলাই ২০১ জনের মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।