• ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

লকডাউনে চাকরি নেই: বাড়ি ফিরে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

bilatbanglanews.com
প্রকাশিত জুলাই ১২, ২০২১
লকডাউনে চাকরি নেই: বাড়ি ফিরে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

বিবিএন ডেস্ক: পাবনার ফরিদপুরে বসত ঘর থেকে স্বামী স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।গত রবিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার পুঙ্গলী ইউনিয়নের বিলচান্দক গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলো স্বামী মানিক হোসেন (২১) ও স্ত্রী লাইলি আক্তার রিনা খাতুন (১৮)। দুজনেই ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিলচান্দক গ্রামের খায়রুল মোল্লার ছেলে মানিক কয়েক বছর ধরে ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন। এক পর্যায়ে একই কারখানায় কর্মরত রিনার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে ৬ মাস আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন মানিক।

রিনার বাড়ি চাঁদপুর জেলায়। পোশাক কারখানায় কর্মরত অবস্থায় করোনার লকডাউনের কারণে প্রায় তিন মাস আগে ওই দম্পতি ফরিদপুর চলে আসেন। বাড়িতে আসার পর থেকেই মারাত্মক অর্থকষ্টে ভুগছেন ওই স্বামী স্ত্রীসহ পরিবারের সদস্যরা। এ নিয়ে প্রায়ই পরিবারের মধ্যে ঝগড়াঝাঁটি হত। আজ দুপুরেও ঝগড়া করে দুজনেই নিজেদের ঘরে চলে যায়। বিকালে সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে ঢুকে দুজনের ঝুলন্ত মরদেহ দেখতে পায়।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তবে কেন আত্মহত্যা করেছে সে বিষয়টি এখনও জানা যায়নি।