• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

বিধিনিষেধ মানুন, ইনশাআল্লাহ আঁধার কেটে যাবে- ব্রিগেডিয়ার জেনারেল মেসবাহ উদ্দিন

bilatbanglanews.com
প্রকাশিত জুলাই ১২, ২০২১
বিধিনিষেধ মানুন, ইনশাআল্লাহ আঁধার কেটে যাবে- ব্রিগেডিয়ার জেনারেল মেসবাহ উদ্দিন
লতিফুর  রহমান রাজু সুনামগঞ্জ:বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদ (এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি) বলেছেন, মহামারী করোনা মোকাবেলায় সরকারের বিধিনিষেধ মেনে চললে ইনশাআল্লাহ এ আঁধার কেটে যাবে। তিনি বলেন, আমাদের আরও সচেতন হতে হবে, সবাই স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চললে করোনার বর্তমান পরিস্থিতি থেকে আমাদের উত্তরণ সম্ভব।
সোমবার (১২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সুনামগঞ্জের দিরাইয়ে লকডাউন পরিস্থিতি পরিদর্শনে আসা সেনাবাহিনীর একটি প্রতিনিধদলের নেতৃত্ব দেন ব্রিগেডিয়ার জেনারেল মো. মেসবাহ উদ্দিন। প্রতিনিধি দলটি দিরাই পৌর শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে স্থানীয় গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে ব্রিফিংয়ে ব্রিগেডিয়ার জেনারেল মো. মেসবাহ উদ্দিন আরও বলেন, উপজেলা পর্যায়ে করোনার টিকা পৌঁছে গেছে। আজ থেকে গণ টিকা কার্যক্রম শুরু হচ্ছে৷ আমাদের সবাইকে টিকা নিতে হবে।
এসময় উপস্থিত ছিলেন দিরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, দিরাই উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন, দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, মেজর তাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান, ওসি আজিজুর রহমান প্রমুখ।
এছাড়াও দিরাই উপজেলা প্রশাসন চত্বরে করোনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন সেনাবাহিনী উচ্চপদস্থ এই কর্মকর্তা।