• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২১ উপলক্ষ্যে আলোচনা অনুষ্ঠিত

bilatbanglanews.com
প্রকাশিত জুলাই ১১, ২০২১
সুনামগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২১ উপলক্ষ্যে আলোচনা অনুষ্ঠিত
লতিফুর রহমান রাজু , সুনামগঞ্জ: অধিকার ও পছন্দই মূল কথা: প্রজনন স্বাস্থ্য ও অধিকার প্রাধান্য পেলে, কাঙ্ক্ষিত জন্মহারে সমাধান মেলে”
এই প্রতিপাদ্যের উপর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়  বিশ্বম্ভরপুর, সুনামগঞ্জ কতৃক আয়োজিত  ১১,জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস ২০২১ জুম অ্যাপসের মাধ্যমে অনুষ্ঠিত হয়।

উক্ত  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর আসনেরসংসদসদস্য, ও বিরোধীদলীয় চীফ হুইপ,   পীর ফজলুর রহমান মেসবাহ, ।

উক্ত  অনুষ্ঠানে   বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন   সফর উদ্দিন, চেয়ারম্যান,উপজেলা পরিষদ বিশ্বম্ভরপুর, ,সাদি উর রহিম জাদিদ, উপজেলা নির্বাহী অফিসার,বিশ্বম্ভরপুর, ।

উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার  মোহাম্মদ আবদুর রহমান  সভাপতিত্বে উক্ত  প্রোগ্রামে আরো ও  উপস্থিত  ছিলেন বীর  মুক্তিযোদ্ধা  তাজ্জত আলী খানও  মাহফুজা আক্তার রীনা, ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ,বিশ্বম্ভরপুর,  আবদুল্লাহ হেল মারুফ ফারুকী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা,বিশ্বম্ভরপুর ,সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ,  ফতেপুর ইউনিয়ন পরিষদ   চেয়ারম্যান,  রনজিত চৌধুরী রাজন,  এরশাদ আহমেদ, চেয়ারম্যান,বাদাঘাট দঃ ইউনিয়ন,বিশ্বম্ভরপুর ও প্রিন্ট  ও  ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ, মা মণি,সীমান্তিক সহ বিভিন্ন এনজিও প্রতিনিধি বৃন্দ,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  বিভাগের বিভিন্ন  পর্যায়ে কর্মরত অফিস সহকারী, পরিবার পরিকল্পনা পরিদর্শকা,পরিবার পরিকল্পনা  পরিদর্শক,পরিবার কল্যাণ সহকারী, সিএইচসিপি বৃন্দ।সকলের সক্রিয় অংশগ্রহণ  ও আলোচনার মাধ্যমে বক্তাগন দিবসের তাৎপর্য তুলে ধরেন।
সকল কে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যলয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভচ্ছো জানাই।