• ২৬শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বিশ্বমভর পুরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পরিদর্শন করেন ইউএনও সহ অন্যান্য কর্মকর্তাগণ

bilatbanglanews.com
প্রকাশিত জুলাই ১০, ২০২১
বিশ্বমভর পুরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পরিদর্শন করেন ইউএনও সহ অন্যান্য কর্মকর্তাগণ
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: জেলা প্রশাসক  মোঃ জাহাঙ্গীর হোসেন এর নির্দেশনায় মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য  প্রধানমন্ত্রী কর্তৃক উপহারস্বরূপ বিশ্বম্ভরপুর উপজেলার বিভিন্ন জায়গায় নির্মিত ও নির্মাণাধীন ২১০ টি ঘর সহকারী কমিশনার (ভূমি) সহযোগে পরিদর্শন করেন বিশ্বম্ভরপুর উপজেলা  নির্বহী  অফিসার সাদিউর রহিম জাদীদ  সহ অন্যান্য কর্মকর্তাগণ। ।  কিছু ব্যতিক্রম বাদে অধিকাংশ উপকারভোগীগণ যে সকল সরকারি জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন, সেই জায়গাতেই ঘরগুলো করা হয়েছে বিধায় তারা নিজস্ব এলাকাতেই স্বাচ্ছন্দ্যে বসবাস করছেন। ছোট খাটো কিছু ত্রুটি পরিলক্ষিত হলে সেগুলো সংস্কার করে দেয়া হয়। তাছাড়া বন্যা কবলিত হওয়ার আশংকা রয়েছে এমন ঘরসমূহের চারপাশে দেয়ার জন্য জিও ব্যাগ প্রদান করা হয় এবং উপকারভোগীদের  প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা ও নগদ অর্থ বিতরণ করা হয় জানান ইউএনও।
প্রধানমন্ত্রী কর্তৃক দেশে ১ জন মানুষও গৃহহীন থাকবেনা নির্দেশনা প্রাপ্ত হয়ে সারা বাংলাদেশে ১ম ও ২য় পর্যায়ে ১ লক্ষ ১৮ হাজার টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর নির্মাণ করে দেয়া হয়। সকলের সংশ্লিষ্টতায় প্রকল্প বাস্তবায়ন কমিটি কর্তৃক প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে এবং বাস্তবায়নাধীন রয়েছে। বিশাল এ কর্মযজ্ঞে অনাকাঙ্ক্ষিত কিছু ভুল ত্রুটি হতেই পারে এবং বর্তমানে সারা দেশের প্রেক্ষাপটে তা পারতপক্ষে ০.২৫% অর্থাৎ ৯৯.৭৫% ক্ষেত্রেই কাজগুলো সঠিকভাবে সম্পন্ন হয়েছে বলেও জানান।
সুনামগঞ্জ জেলাটি হাওর বেষ্টিত নিচু এলাকা হওয়ায় ভৌগোলিক কারণেই বিশ্বম্ভরপুর উপজেলায় ২১০ টি গৃহ নির্মান কাজ অনেকটাই চ্যালেঞ্জিং। আমাদের টিম বিশ্বম্ভরপুরের (সকল জনপ্রতিনিধি, সকল সরকারি কর্মকর্তা-কর্মচারী, প্রকল্প বাস্তবায়ন কমিটি) প্রচেষ্টা ও আন্তরিকতার কোন কমতি নেই। প্রদত্ত ডিজাইন মোতাবেক ভালো মানের নির্মাণ সামগ্রীর ব্যবহার নিশ্চিত করা হচ্ছে প্রতিনিয়ত। এরপরও কোথাও কোন সমস্যা পরিলক্ষিত হলে সাথে সাথেই সেটা সংস্কারে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। উল্লেখ্য, মাঝাইর (পলাশ), জামালপুর (দ.বাদাঘাট), লক্ষীপুর, সোনাপুর, শ্রীধরপুর, চাতলপাড় (ফতেহপুর), কাপনা (সলুকাবাদ) তে ঘর নির্মাণের নির্ধারিত স্থানসমূহে আমাদের বিভিন্ন সহকর্মীদের ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব দেয়া রয়েছে সার্বক্ষণিক মনিটরিংয়ের জন্য।
দেশ ও দশের কল্যাণে একে অপরের সম্পূরক হিসেবে কাজ করাটা বাঞ্চনীয়। আশা করি সকলের সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রীর মহতী এ উদ্যোগ বিশ্বম্ভরপুর উপজেলায় সঠিকভাবে বাস্তবায়ন সম্ভব হবে এমন আশাবাদ ব্যাক্ত করেন এই কর্মকর্তা।