• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

রবিবার সুনামগঞ্জে আরো ৩৮ হাজার ভ্যাকসিন আসবে

bilatbanglanews.com
প্রকাশিত জুলাই ১০, ২০২১
রবিবার সুনামগঞ্জে আরো ৩৮ হাজার ভ্যাকসিন আসবে

লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ; সুনামগঞ্জ জেলার জন্য আরো -৩৮ হাজার করোনাভাইরাস প্রতিরোধ কারী ভ্যাকসিন আসছে। আগামীকাল ১১  জুলাই রবিবার সকাল ৬টায় সুনামগঞ্জ জেলা ভ্যাকসিন রিসিভ কারী ৭ সদস্য বিশিষ্ট কমিটির নেতৃবৃন্দ এই ভ্যাকসিন গ্রহণ করবেন জানিয়েছেন সুনামগঞ্জ জেলা সিভিল সার্জন ডা.শামস উদ্দিন।  চায়নার সাইনোফাম কোম্পানির এই ভ্যাকসিন সুনামগঞ্জ জেলা ইপিআই ভবনের সামনে গ্রহণ করে ইপিআই ভবনের শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে রাখা হবে। ভ্যাকসিন রিসিভ কারী ৭ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে জেলা সিভিল সার্জন ডা.শামস উদ্দিন সহ ৪জন, সুনামগঞ্জ জেলা প্রশাসকের প্রতিনিধি একজন পুলিশ সুপারের প্রতিনিধি একজন ও একজন ড্রাগ সুপার থাকবেন।
প্রসঙ্গত: এর আগে চায়নার সিনোফামের আরো ৬ হাজার ভ্যাকসিন এসেছিল। করোনাভাইরাস শুরুর প্রথম দিকে ভারতের কোভিসিলড কোম্পানির এক লক্ষ চার হাজারের মত ভ্যাকসিন আসে।
সিভিল সার্জন ডা.শামস উদ্দিন জানিয়েছেন আমাদের ভ্যাকসিন দেয়া চলমান আছে এবং আগামীতে আরো ভ্যাকসিন আসার ব্যাপারেও তিনি আশাবাদী।