বিবিএন ডেস্ক: যুক্তরাজ্যে আজও আক্রান্ত ৩০ হাজারেরও বেশি। অন্যদিকে মৃত্যুও বেড়েছে আজ। তবে আজ একটি ভালো খবর হচ্ছে দেশটিতে যারা হলুদ তালিকাভুক্ত দেশগুলো থেকে আসবে তাদের জন্য কোয়ারেইন্টাইনের প্রয়োজন নেই।
যুক্তরাজ্যে আজও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৫৫১ জন। আর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৩৫ জন।
গতকাল থেকে দেশটিতে আক্রান্ত ৩০ হাজার অতিক্রম করেছে দেশটিতে। যা গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ। অন্যদিকে যুক্তরাজ্যে গত সপ্তাহে আক্রান্ত ৭১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এ নিয়ে যুক্তরাজ্যে মোট করোনা ভাইরাসে আক্রান্ত সংখ্যা ৫০ লাখ অতিক্রম করেছে।
সর্বশেষ তথ্যমতে, যুক্তরাজ্যে মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫০ লাখ ২২ হাজার ৮৯৩ জন। আর মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১ লাখ ২৮ হাজার ৩৩৬ জন।
অন্যদিকে এ পর্যন্ত যুক্তরাজ্যে মোট করোনা ভাইরাসের টিকার প্রথম ডোজ গ্রহন করেছেন ৪ কোটি ৬৬ লাখ ১ হাজার ৪৪৫ জন। আর টিকার দুই ডোজ গ্রহন করেছেন ৩ কোটি ৪১ লাখ ৯৮ হাজার ৭৭৯ জন।
এদিকে টিকা নেওয়া যাত্রীদের জন্য আগামী ১৯ জুলাই থেকে কোয়ারেন্টাইন শিথিল করতে যাচ্ছে যুক্তরাজ্য। তবে তা লাল তালিকভুক্ত দেশগুলো থেকে যারা আসবেন তাদের জন্য নয় এই সুবিধা পাবেন হলুদ তালিকাভুক্ত দেশগুলো থেকে যারা আসবেন তাদের জন্য এই নিয়ম প্রযোজ্য।
মহামারিতে বিপর্যস্ত দেশের পর্যটন খাত ও আন্তর্জাতিক বিমান পরিবহন খাতকে চাঙা করতেই নতুন উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্যের সরকার। করোনা টিকার ডোজ সম্পূর্ণ করেছেন- এমন যাত্রীদের জন্য বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের নিয়ম শিথিল করা হচ্ছে।
মূলত আজ আজ দেশটির ট্রান্সপোর্ট সেক্রেটারি গ্র্যান্ট শ্যাপস যুক্তরাজ্যের পার্লামেন্ট হাউস অব কমন্সে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাবনা দেওয়া হয়। আর এই প্রস্তাবনার মধ্য দিয়ে আগামী ১৯ জুলাই থেকে হলুদ তালিকার দেশগুলো এই সুযোগ সুবিধা পাবে।(রানার মিডিয়া)