আসামীদের গ্রেফতার করতে পুলিশ পৃথক পৃথক স্থানে ছাতক থানা ও কোম্পানীগঞ্জ থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে গত মঙ্গলবার রাতে
কোম্পানীগঞ্জ উপজেলার লম্বাকান্দি গ্রামে তার নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করেছে।সে কোম্পানীগঞ্জ উপজেলার লম্বাকান্দি গ্রামের রজু মিয়ার পুত্র শাহাদাত খা (৩৭)।এ মামলার ৬ নাম্বার এজাহারভূক্ত আসামী বলে পুলিশ নিশ্চিত করেন। মামলা দায়েরের পর থেকে বালু খেকো উত্তোলনকারি ইজারাদার চত্রুরা পুলিশের ভয়ে বাসা বাড়ি ছেড়ে আত্নগোপনে চলে গেছেন বলে পুলিশ জানিয়েছে ।
এব্যাপারে কোম্পানীগঞ্জ থানার সাব ইন্সপেক্টর সায়েম চৌধুরী জানান শাহাদাত খা (৩৭) নামে একজন আসামীকে আটকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন তাকে গত মঙ্গলবার বিকালে ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে অফিসার ইনচাজ শেখ নাজিম উদ্দিন শাহাদত খা নামে একজন আটকে এঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আসামীদের গ্রেফতারের অভিযান চলছে অব্যাহত রয়েছে। এব্যাপারের নৌ পুলিশ এসপি শম্পা ইয়ামিন এ ঘটনায় মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন অপরাধি যে হোক কেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আসামীদের গ্রেফতারের অভিযান চলছে বলে তিনি জানান।