• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ইংল্যান্ডে ১৯ জুলাই প্রত্যাহার হচ্ছে বেশিরভাগ বিধিনিষেধ

bilatbanglanews.com
প্রকাশিত জুলাই ৬, ২০২১
ইংল্যান্ডে ১৯ জুলাই প্রত্যাহার হচ্ছে বেশিরভাগ বিধিনিষেধ

বিবিএন ডেস্ক:  ভ্যাকসিন প্রদানের সফলতার কারনে ইংল্যান্ডে অধিকাংশ বিধিনিষেধ উঠিয়ে নেয়া হবে। লকডাউনের বিধিনিষেধ প্রত্যাহারের পর প্রতিদিন ৫০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হবেন এবং বেশি সংখ্যক মানুষের মৃত্যু হবে। এই বাস্তবতা মেনে করোনা পরিস্থিতির মধ্যেই জীবন চালিয়ে নিতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বরিসজনস।সোমবার ১০ ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে বরিস জনসন জানান।

তিনি বলেন, ইংল্যান্ড লকডাউন প্রত্যাহারের চুড়ান্ত পর্যায়ে ফেইস মাস্ক, সামাজিক দূরত্বে বিধিনিষেধ বাতিল করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। একই সাথে রুলস অব সিক্স উঠিয়ে দেয়া হবে, আত্মীয় স্বজনদের বাড়ী ঘরে যাওয়া আসার ক্ষেত্রে। রেস্টুরেন্ট ও পাবে স্বাভাবিক নিয়ম চলে আসবে, থিয়েটার ও সিনেমায় আবারো হল ভর্তি দর্শক যাওয়ার অনুমতি দেয়া হবে।

১৬ মাস পর সামাজিক দূরত্বে বিধিনিষেধ তুলে নেয়া হবে আগামী ১৯ জুলাই থেকে। তবে সর্বশেষ তথ্য পর্যালোচনা করে আগামী ১২ জুলাই তা নিশ্চিত করা হবে।

১২ জুলাই জনানা হবে স্কুল বাবলস রুলস, বিদেশ ভ্রমনে সেলফ আইসোলেশন নিয়মে