• ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

রাতারাতি কোটিপতি, জীবন বদলে গেলো ১০ট্যাক্সি চালকের

bilatbanglanews.com
প্রকাশিত জুলাই ৫, ২০২১
রাতারাতি কোটিপতি, জীবন বদলে গেলো ১০ট্যাক্সি চালকের

বিবিএন ডেস্ক: দুবাইয়ে গাড়ি চালান রেঞ্জিথ সোমারাজন। কোনো মতে দিন চলছিল এই ট্যাক্সিচালকের। কিন্তু ২০ মিলিয়ন দিরহাম বা ৪০ কোটি টাকার লটারি পেয়ে হঠাৎই জীবন পাল্টে গেল ভারতের কেরালা রাজ্যের এই যুবকের।

তবে শুধু রেঞ্জিথ নয়, তিনি ও তার মোট ৯ বন্ধু একসঙ্গে জিতেছেন এই অর্থ।

জ্যাকপট জিতে ৩৭ বছর বয়সী রেঞ্জিথ বলেন, ‘আমি কোনো দিন ভাবিনি যে জ্যাকপট জিতব, বরাবর দ্বিতীয় কিংবা তৃতীয় পুরস্কারের জন্য আশা করতাম। ’

তিন বছর ধরে লটারির টিকিট কিনছেন রেঞ্জিথ। আয় বাড়ানোর আশায় একের পর এক কাজ ধরেছেন এবং ছেড়েছেন। ২০০৮ সাল থেকে দুবাইতে ট্যাক্সি চালাচ্ছিলেন তিনি।

কিন্তু গত বছর একটি সংস্থায় ড্রাইভার ও সেলসম্যান হিসেবে কাজ করেন। কিন্তু বেতন কমিয়ে দেওয়ার ফলে জীবন কঠিন ছিল।

লটারিতে জেতা টাকা বাকি ৯ বন্ধুর সঙ্গে ভাগ করে নেবেন বলে জানিয়েছেন রেঞ্জিথ। তিনি বলেন, ‘আমরা সবমিলিয়ে ১০ জন। বাকিরা ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপালের হোটেল পার্কিংয়ে কাজ করেন। দুটি টিকিট কিনলে একটা ফ্রি এই অফারে আমরা সবাই ১০০ দিরহাম খরচ করেছিলাম। টিকিট কিনেছিলাম আমার নামেই।