• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে লকডাউনের ৫ম দিনে ৮০ মামলায় ৮২জনকে ১ লাখ,১০ হাজার টাকা জরিমানা

bilatbanglanews.com
প্রকাশিত জুলাই ৫, ২০২১
সুনামগঞ্জে লকডাউনের ৫ম দিনে ৮০ মামলায় ৮২জনকে ১ লাখ,১০ হাজার টাকা জরিমানা
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: গত ১ জুলাই হতে সারা দেশে কঠোর লকডাউন শুরু হয়েছে। সুনামগঞ্জ জেলার ১১ উপজেলা ও ৪ টি পৌরসভা এলাকায় যৌথ বাহিনীর নিয়মিত টহল চলছে সেই সাথে আইন অমান্য করার কারণে জেল জরিমানা ও করা হচ্ছে প্রতিদিন।   ৪ জুলাই চলমান লকডাউন চলাকালে আইন অমান্য করার কারণে জেলার ১১   উপজেলার ও ৪  পৌরসভার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট গণ -২২ টি পৃথক মোবাইল কোর্টের মাধ্যমে ১৩৯টি মামলায় ১৪৬জন কে ৯৬৬৫০ টাকা জরিমানা ও এক জন কে কারাদণ্ড প্রদান করেন।
প্রথম দিন ৫৯টি পৃথক মোবাইল কোর্টের মাধ্যমে ৩৫৪ মামলায় ১৩৭ জনকে ৮৬৯০০টাকা জরিমানা   করেন।
দ্বিতীয় দিন ৮৩ মামলায় ৮৫জন কে ১০১৭০০টাকা জরিমানা ও  একজন কে কারাদণ্ড প্রদান করেন।
তৃতীয় দিন ২১টি পৃথক মোবাইল কোর্টের মাধ্যমে ১৩৯মামলায় ১৪৬জনকে ৯৬৬৫০টাকা জরিমানা করেন।
চতুর্থ দিনে ১২৯ মামলায় ১৩৭জনকে ৮৬৯০০   টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান বাংলাদেশ সেনাবাহিনীর ৮টি টীমে ৮০জন , র‍্যাবের ২টি টীমে ১৬জন , বিজিবির ৩টি টীমে ৩৬জন , আনসার ব্যাটালিয়ন ২টি টীমে ২০জন, পুলিশের ২০টি টীমে ১২০জন সদস্য নিয়মিত টহল দিচ্ছেন। তাদের সাথে নির্বাহী ম্যাজিষ্ট্রেট গণ ও দায়িত্ব পালন করছেন।

গত ৫  দিনের লকডাউনে সারা জেলার ১১উপজেলা ও ৪ পৌরসভায়  মোট ৭৮৫টি মামলায় ৮০৩জন কে জরিমানা ও তিনজন কে কারাদণ্ড প্রদান করা হয়।

গত ৫ দিনে মোট ৫ লক্ষ ৬৯হাজার ৮৫০টাকা জরিমানা করেন