• ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে জিলহজ, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জের বিশ্বমভর পুর উপজেলায় নৌ এমবুল্যান্স চালু

bilatbanglanews.com
প্রকাশিত জুলাই ৫, ২০২১
সুনামগঞ্জের বিশ্বমভর পুর উপজেলায় নৌ এমবুল্যান্স চালু
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়ন সবচেয়ে দুর্গম ও অবহেলিত এলাকা। এই এলাকা বছরে অন্তত ৬ মাস ইউনিয়নের সাথে জেলা ও উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকে। ফলে মানুষ চরম ভোগান্তির শিকার হন।  বিশেষ করে প্রসূতি মা ও অন্যান্য অসুস্থ রোগীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। স্বাস্থ্য সেবা পেতে অধিকাংশ সময়েই কালক্ষেপনের শিকার হতে হয় এ অঞ্চলের মানুষের।  উপজেলা পরিবার পরিকল্পনা কর্ম কর্তা বিগত সময়ে মাসিক সভায় বিষয়টি উত্থাপন করলে সবার নজরে আসে এবং এ নিয়ে চিন্তা ভাবনা করতে শুরু করেন।  বিশ্বম্ভরপুর পুর উপজেলা নির্বাহী কর্ম কর্তা সাদিউর রহিম জাদীদ ও ফতেহপুর ইউনিয়ন চেয়ারম্যান রঞ্জিত চৌধুরী রাজন এগিয়ে আসেন। তাদের উদ্যোগে একটি নৌ এমবুল্যান্স তৈরির সিদ্ধান্ত হয়। বিশ্বমভর পুর উপজেলার  ও ফতেহপুর ইউনিয়নের  উদ্যোগ ও  আর্থিক সহযোগিতায় একটি নৌ এমবুল্যান্স তৈরি হয়েছে। এটি উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রসূতি মায়েদের চিকিৎসা সহায়তা স্বরুপ একটি বেড, চিকিৎসা কীট, অক্সিজেন সিলিন্ডার সংযুক্ত সহ অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে।
সোমবার ৫  জুলাই দুপুরে মাতৃ সেবা তরী নামক এই নৌ এমবুল্যান্স এর উদ্বোধন করেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্ম কর্তা সাদিউর রহিম জাদীদ,সহকারী কমিশনার ভূমি  সজল মোল্লা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্ম কর্তা মোহাম্মদ আব্দুর রহমান,  ফতেহপুর ইউনিয়ন চেয়ারম্যান রঞ্জিত চৌধুরী রাজন, ধনপুর ইউনিয়ন চেয়ারম্যান হযরত আলী কালারচান, সলুকাবাদ ইউনিয়ন চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী তপন, পরিবার পরিকল্পনা বিভাগের ফেসিলেটর  সামসুল আলম ওয়াসিম , ইফতেখার জামান  সহ অন্যান্য কর্মকর্তাগণ।