• ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জ সদর মডেল থানার উদ্যোগে অপেন হাউস ডে পালন

bilatbanglanews.com
প্রকাশিত জুলাই ৩, ২০২১
সুনামগঞ্জ সদর মডেল থানার উদ্যোগে অপেন হাউস ডে পালন
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ; শনিবার দুপুর ১টায় সুনামগঞ্জ সদর মডেল থানার উদ্যোগে অপেন হাউস ডে পালিত হয়েছে। সুনামগঞ্জ সদর মডেল থানার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অপেন হাউস ডে তে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্ম কর্তা মোহাম্মদ সাহিদুর রহমান। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ জয়নাল আবেদীন।  সুনামগঞ্জ সদর মডেল থানার সেকেন্ড অফিসার প্রদীপ কুমার চক্রবর্তীর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর মডেল থানার তদন্ত ওসি এজাজুল ইসলাম, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য হোসেন আলী সহ সাধারণ জন গণ।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জয়নাল আবেদীন বলেন পুলিশ জনগণের জানমাল রক্ষায় দিনরাত কাজ করে যাচ্ছেন। পুলিশের কাজই হলো দুষ্টের দমন আর শিষ্টের লালন করা। কেউ অপরাধ করে পার পাবার দিন শেষ। পুলিশ এখন আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার করে অপরাধ দমন করছে। তবে সাধারণ জনগণের কোন ভয় নেই আপনাদের সেবা প্রদান অব্যাহত রাখার জন্য পুলিশ সর্বদাই প্রস্তুত।
চলমান লকডাউন ও স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান।