• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে লকডাউনের তৃতীয় দিনে ও জেল জরিমানা

bilatbanglanews.com
প্রকাশিত জুলাই ৩, ২০২১
সুনামগঞ্জে লকডাউনের তৃতীয় দিনে ও জেল জরিমানা
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: গত ১ জুলাই হতে সারা দেশে কঠোর লকডাউন শুরু হয়েছে। সুনামগঞ্জ জেলার ১১ উপজেলা ও ৪ টি পৌরসভা এলাকায় যৌথ বাহিনীর নিয়মিত টহল চলছে সেই সাথে আইন অমান্য করার কারণে জেল জরিমানা ও করা হচ্ছে প্রতিদিন।  ৩ জুলাই চলমান লকডাউন চলাকালে আইন অমান্য করার কারণে জেলার ১১   উপজেলার ও ৪  পৌরসভার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট গণ -২১টি পৃথক মোবাইল কোর্টের মাধ্যমে ১৩৯টি মামলায় ১৪৬জন কে ৯৬৬৫০ টাকা জরিমানা ও এক জন কে কারাদণ্ড প্রদান করেন।
প্রথম দিন ৫৯টি পৃথক মোবাইল কোর্টের মাধ্যমে ৩৫৪ মামলায় ৩৫৩ জনকে ২৬১৪০০টাকা জরিমানা ও একজন কে কারাদণ্ড প্রদান করেন।
দ্বিতীয় দিন ৮৩ মামলায় ৮৫জন কে ১০১৭০০টাকা জরিমানা ও  একজন কে কারাদণ্ড প্রদান করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান বাংলাদেশ সেনাবাহিনীর ৮টি টীমে ৮০জন , র‍্যাবের ২টি টীমে ১৬জন , বিজিবির ৩টি টীমে ৩৬জন , আনসার ব্যাটালিয়ন ২টি টীমে ২০জন, পুলিশের ২০টি টীমে ১২০জন সদস্য নিয়মিত টহল দিচ্ছেন। তাদের সাথে নির্বাহী ম্যাজিষ্ট্রেট গণ ও দায়িত্ব পালন করছেন।
গত তিনদিনের লকডাউনে সারা জেলার ১১উপজেলা ও ৪ পৌরসভায়  মোট ৫৭৬টি মামলায় ৫৮৪জন কে জরিমানা ও তিনজন কে কারাদণ্ড প্রদান করা হয়।