• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

লকডাউন পুরোপুরি প্রত্যাহারে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ৪ ধাপের রোড়ম্যাপ

bilatbanglanews.com
প্রকাশিত জুলাই ২, ২০২১
লকডাউন পুরোপুরি প্রত্যাহারে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ৪ ধাপের রোড়ম্যাপ

বিবিএন ডেস্ক:  ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, তিনি আশা করছেন ১৯ জুলাই ইংল্যান্ডে করোনা বিধিনিষেধ পুরোপুরি প্রত্যাহারের কাছাকাছি চলে যাবেন। তিনি আগামী কয়েক দিনের মধ্যে লকডাউন থেকে বেরিসে আমার চার স্থরের রোড়ম্যাপ ঘোষণা করবেন। সম্ভাব্য ১৯ তারিখের মাত্র দুই সপ্তাহ বাকী থাকতে তিনি আজ বৃহস্পতিবার এ কথা বলেছেন।

সান্ডারল্যান্ডে গাড়ী নির্মান প্রতিষ্ঠান নিসান প্লান্টে সফরকালে সাংবাদিকদের বরিস জনসন বলেন, আমি অত্যন্ত আত্মবিশ্বাসী যে দুই ডোজ ভ্যাকসিন হতে যাচ্ছে একটি মুক্তিদাতা এবং এটি মানুষের বিশ্ব ভ্রমণের সুযোগ খুলে দেবে। এটি কীভাবে কাজ করবে তা আগামি কয়েক দিনের মধ্যেই নির্ধারিত হবে। কোনো সন্দেহ নেই যে, আপনি যদি দুই ডোজ ভ্যাকসিন দিয়ে থাকেন তাহলে আপনি অপেক্ষাকৃত ভাল জায়গায় আছেন।

বর্তমানে লাল তালিকাভুক্ত দেশগুলোতে গেলে বৃটিশদের দেশে ফেরার পর বাধ্যতামূলকভাবে হোটেল কোয়ারেন্টিনে থাকতে হয়। তবে বরিস জনসন জানিয়েছেন যে, তিনি নাগরিকদের বিদেশ সফরের অনুমোদন পাওয়ার বিষয়ে ‘অত্যন্ত আত্মবিশ্বাসী’। যদিও বিদেশে যাওয়া একেবারে ঝামেলামুক্ত হবে এমনটা ভাবতেও সাবধান করেছেন বৃটিশ প্রধানমন্ত্রী।