• ১৮ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৪ঠা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে জিলহজ, ১৪৪৬ হিজরি

কলেজ ছাত্র নাজিমুল হত্যার প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

bilatbanglanews.com
প্রকাশিত জুলাই ২, ২০২১
কলেজ ছাত্র নাজিমুল হত্যার প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

 

 লতিফুর রহমান রাজু,সুনামগঞ্জ  : দক্ষিণ সুনামগঞ্জের বড়মোহা গ্রামে কলেজ ছাত্র নাজিমুল হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বড়মোহা গ্রামবাসী।

শুক্রবার জুম্মার নামাজের পর বড়মোহা দারুলউলুম মাদ্রাসার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত  হয়।
মানববন্ধনে জাউয়া ডিগ্রি কলেজের ছাত্র ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র নাজিমুল হককে  নির্মমভাবে  হত্যা করার প্রতিবাদ জানিয়ে হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানান গ্রামবাসী। হত্যাকারীদের দ্রুতসময়ে মধ্যে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসতে আইনশৃংখলা রক্ষাবাহিনির প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে সমাজকর্মী আব্দুল্লাহ নোমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন নিহত নাজিমুলের পিতা আনছার মিয়া, প্রবীন মুরব্বী হাবিবুল্লাহ জায়গিরদার, ইউপি সদস্য তারা মিয়া, আক্তার ভূঞা, সৈয়দ রুম্মান, ডাক্তার সুয়েব জায়গিরদার, মাস্টার জুয়েল মিয়া, মতিউর রহমান জায়গীরদার, মোশাহিদ মিয়া, এলাহ উদ্দিন ভুঞা, সৈয়দ কায়কোবাদ, আজাদ মিয়া, শামীম জায়গিরদার, সালেহ আহমদ প্রমুখ।

উল্লেখ গত ২৭ জুন ক্রিকেট খেলার বিরোধের জেরে বাড়িতে হামলা চালিয়ে কলেজ ছাত্র নাজিমুল হককে দাঁড়ালো অস্ত্রের আঘাতে হত্যা করে দুর্বৃত্তরা।  এই ঘটনায় এই পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।