• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ইংল্যান্ডে আজ করোনা আক্রান্ত ২৭,১২৫ জন; মৃত্যু ২৭ জনের

bilatbanglanews.com
প্রকাশিত জুলাই ২, ২০২১
ইংল্যান্ডে আজ করোনা আক্রান্ত ২৭,১২৫ জন; মৃত্যু ২৭ জনের

বিবিএন ডেস্ক:ইংল্যান্ডে গত কয়েকদিন ধরে প্রতিদিনই আক্রান্ত একটু একটু করে বাড়ছে। যার ব্যতিক্রম ঘটেনি আজও। আজও দেশটিতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ১২৫ জন। আর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ২৭ জন।

এ নিয়ে যুক্তরাজ্যে মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রান হারিয়েছেন ১ লাখ ২৮ হাজার ১৮৯ জন। আর মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৮ লাখ ৫৫ হাজার ১৬৯ জন।

এদিকে যুক্তরাজ্যে আক্রান্ত বাড়লেও আশার খবর হচ্ছে, দেশটিতে এরই মধ্যে ৪ কোটি ৫০ লাখের বেশি মানুষ করোনা ভাইরাস টিকার প্রথম ডোজ গ্রহন করেছেন।
সর্বশেষ তথ্য মতে এখন পর্যন্ত দেশটিতে টিকার প্রথম ডোজ গ্রহন করেছেন ৪ কোটি ৫০ লাখ ১৩ হাজার ৫০৩ জন। আর টিকার দুই ডোজই গ্রহন করেছেন ৩ কোটি ৩২ লাখ ৪১ হাজার ২৬৫ জন।

অন্যদিকে আজ স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে ভাইরাসটি কিছুটা কম ছড়িয়েছে। গত সপ্তাহে ভাইসটির ছড়ানোর অবস্থান ছিলো ১ দশমিক ৩ শতাংশ। চলতি সপ্তাহে এসে এই সংখ্যা দাড়িয়েছে ১ দশমিক ১।

অন্যদিকে দেশটিতে গত সপ্তাহে ভারতীয় ধরনের আক্রান্তের সংখ্যা কিছুটা বেড়েছে। পাবলিক হেলথের দেওয়া তথ্য মতে, গত সপ্তাহে ভারতীয় ধরনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছন ৫০ হাজার ৮২৪ জন।  এ নিয়ে যুক্তরাজ্যে মোট ভারতীয় ধরনের করোন  ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬১ হাজার ৯৮১ জন।

পাবলিক হেলথের কর্মকর্তারা বলছেন, যদিও বর্তমানে আকান্তের সংখ্যা গত ফ্রেব্রুয়ারীর মতো রয়েছে তবে, আশার খবর হচ্ছে আক্রান্ত হয়ে মানুষের অসুস্থ্যতা কমেছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকার কারনে মানুষের মাঝে অসুস্থ্যতা কমেছে। একই সাথে বর্তমানে অনেকেই করোনা ভাইরাসে আক্রান্ত হলে কোন ধরনের উপসর্গ দেখতে পায় না।